বাগেরহাটে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের রেল রোড দলীয় কার্যালয়ে ৭৩ ফাউন্ডের কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি ভূইয়া হেমায়েত উদ্দীন, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রলীগের জেলা সভাপতি মোঃ মনির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শরিফা হেমায়েত, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, যুবমহিলা লীগ নেত্রী এ্যাড. লুনা সিদ্দিকী, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।