1

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা, মা সমাবেশসহ নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।গত ১ আগষ্ট এই সপ্তাহ শুরু হয়ে ৭ আগষ্ট শেষ হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিকের আয়োজনে সপ্তাহব্যাপী এসব কর্মসূচী পালন করা হয়।

 

সীমান্তিকের কর্ম এলাকা মোল্লাহাট উপজেলার বেতবাড়িযা, কুলিয়া, মধ্য কুলিয়া এবং চিতলমারী উপজেলার চরবানিআরি, গরিবপুর এলাকায় গর্ভবতী, দুগ্ধদানকারী ও শাশুড়িদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।এসময় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যাবস্হাপক খন্দকার আহসানুল আলম, জেলা কর্মকর্তা মো:শাহানুর ইসলাম, সীমান্তিকের জেলা প্রতিনিধি সানজিনা আহমেদ, সংশ্লিষ্ট উপজেলা সুপারভাইজার, নিউট্রিশন অর্গানাইজার, ক্লাস্টার অফিসার, ক্লাস্টার ফ্যাসিলিটেটর গন উপস্থিত ছিলেন।

এসব আলোচনা সভায় বক্তারা বলেন, সৃষ্টিকর্তার বিশেষ দান মায়ের দুধ। এর পুষ্টি গুনের কাছাকাছি কোন কিছুই নেই। তাই সকলকে মাতৃদুগ্ধ পান করাতে আগ্রহী করতে হবে। এতে সামাজিক বন্ধনও অটুট থাকে।