1

বাগেরহাটে নাগরিক সেবা বন্ধ করে আন্দোলনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা

রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন প্রথা চালুর দাবিতে বাগেরহাটের ৩টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নাগরিক সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুই ঘন্টা বাগেরহাট প্রেসক্লাবের সামনে ধরে বাগেরহাট, মোংলা পোর্ট ও মোরেলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা কমিটি গত দুইদিন ধরে কর্মসূচি পালন করে আসছে।
এসময় বক্তব্য দেন বাংলাদশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জামসেদ আলী, খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা শাখার সভাপতি অজিত কুমার হালদার, ডালিয়া বেগম, একেএম সেলিম, সেলিম হাওলাদার, সানজিদা বেগম মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ৩২৮টি পৌরসভার কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারি পৌরবাসির সেবা দিয়ে আসছেন। গত পাঁচ মাস বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন প্রথা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। অবিলম্বে আমাদের এই দাবি সরকার বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী দেন ওই বক্তারা।