1

বাগেরহাটে জেলা ওয়ার্কিং গ্রুপের সাথে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সভা

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধির কৌশল বিষয়ে জেলা ওয়াকিং কমিটির সাথে স্থানীয় সরকাররের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট ফাউন্ডেশনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস।

বেসরকারী উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশের সহযোগীতায় সুশীলনের আয়োজনে জেলা ওয়াকিং কমিটির আহবায়ক আহাদ উদ্দীন হায়দারের সভাপতিত্বে কর্মশালায়, অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, সুশীলনের প্রকল্প সমš^য়কারী মুজাহিদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, ক্যাব-বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, সাংবাদিক কামরুজ্জামান, আজাদুল হক, অলিপ ঘটক, অ্যাড. লুনা সিদ্দিকী প্রমুখ।

বক্তারা, বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন পরিষদের বাজেটে পরিবার পরিকল্পনা সেবা খাতে বরাদ্ধককৃত অর্থের যথাযত ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।