1

বাগেরহাটে জেলা ওয়াকিং কমিটির সাথে সাতক্ষীরা কমিটির অভিজ্ঞতা বিনিময়

পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে বাগেরহাট ও সাতক্ষীরা জেলা ওয়াকিং কমিটির মধ্যে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা মেরী স্টোপসের সহায়তায় সুশীলনের আয়োজনে বুধবার (২৩ ফেব্রয়ারী) সকালে ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদ চত্তরে এই অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

 

ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাশ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারী এইচ এম শাহীন, মেরী স্টোপস বাংলাদেশের এ্যাডভোকেসী কর্মকর্তা তনুশ্রী মানজি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী, সাতক্ষীরা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম, সাংবাদিক বাবুল সরদার, বীরমুক্তিযোদ্ধা নকীক সিরাজুল হক, এস এম সামছুর রহমান প্রমুখ।

পরে তারা বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। এই মতবিনিময় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধিতে নেয়া প্রকল্পের বিভিন্ন পদক্ষেপ সমুহ পর্যালোচনা করা হয়।