1

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষায় সারা দেশের মত বাগেরহাটে বুধবার থেকে সপ্তাহ ব্যপি নানা কর্মসূচীর মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
সপ্তাহের প্রথম দিনে জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: খালেদ কনক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের নানা উদ্যোগে মৎস্য সম্পদ বৃদ্ধি পেয়ে চাহিদা সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ এখন মাছে স্বয়ংন সম্পূর্ণ দেশ হিসেবে গড়ে উঠেছে।
এছাড়া বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তারা উন্নয়নের নানাদিক তুলে ধরেন।

আমাদের ফকিরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বুধবার বেলা ১১টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, সহকারি মৎস্য অফিসার শেখ সিরাজুল হক, ক্ষেত্র সহকারি সঞ্জয় কুমার বাছাড়, অর্নব বিশ্বাস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।