1

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

বাগেরহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে সংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তন আলোাচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপ-মন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক, চিংড়ি গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামাল উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহকারী পরিচালক অমল কান্তি রায়, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম জাহাঙ্গীর কবির, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সম্পাদক শেখ আজমল হোসেন, ফকির মুহিতুল ইসলাম সুমন, রবিন্দ্র নাথ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। বক্তারা, মাছের উৎপাদন আরো বাড়াতে হলে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন।