বাগেরহাটের শরণখোলায় করোনার সংক্রমন রোধে ঘরে থাকা কর্মহীন তিনশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শরণখোলা উপজেলা যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন হিরু। সোমবার (১৩ এপ্রিল) সকালে কদমতলা নিজ বাড়িতে সামাজিক দুরত্ব মেনে এ খাদ্যসাগ্রী বিতরণ করা হয় ।
খাদ্যসামগ্রী বিতরণকালে ফারুক হোসেন হিরুর পিতা আলহাজ্ব মমিন উল্লাহ ফরেষ্টার ও তার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন ।
এসময় ফারুক হোসেন হিরু জানান, ‘আমার মা পৃথিবীতে বেঁেচ নেই তাই মায়ের নামে করনার এই দূর্যোগে অসহায় মানুষের পাশে একটু হলেও দাঁড়াতে পেরেছি এজন্য নিজেকে আমি ধন্য মনে করছি ।
এছাড়া আমার মতো সকলে যদি একটু একটু করে করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে দাঁড়াতে পারে তাহলে কাউকেই খাদ্যকষ্টে ভুগতে হবেনা।’
বিতরণকৃত প্রতিটি বস্তায় ছিল চাল, ডাল, তেল,আলু সহ একটি সাবান ।
2 thoughts on "শরণখোলায় কর্মহীন মানুষের মাঝে যুবলীগ নেতা হিরুর খাদ্য সামগ্রী বিতরণ"