1

বাগেরহাটে ওয়ার্কিং কমিটির মৎস্য প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শণ

বাগেরহাটে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নে জেলা ওয়ার্কিং কমিটির সদস্যরা হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শন করেছে।

 

সোমবার সকালে ফকিরহাটের কাটাখালি এলাকায়  আলফা একসেসরিজ এন্ড এগ্রো একসপোর্ট লিমিটেড নামক হিমায়িত সী-ফুড প্রসেসিং কারখানার সেমিনার কক্ষে কিমিটির সদস্যদের সাথে কারখানার কর্মকর্তা কর্মচারী ও নারী শ্রমিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস।

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এবং মেরী স্টোপস বাংলাদেশের সহযোগীতায় জেলা ওয়াকিং কমিটির সভাপতি  আহাদ উদ্দীন হায়দারের সভাপতিত্বে এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোঃ দেলদার হোসেন, বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন, সাংবাদিক বাবুল সরদার, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম, অ্যাড. লুনা সিদ্দিকী প্রমুখ।

বক্তারা, বাগেরহাটের মত দেশের সকল কারখানায় পরিবার পরিকল্পনা খাতে সুযোগ সুবিধা   নিশ্চিত করার জন্য সরকারের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

পরিদর্শনকালে মৎস্য খামার মিলনায়তনে উপস্থিত প্রায় অর্ধশত নারী, পুরুষ শ্রমিক খামারে কর্মরত থাকা কালে তাদের কাছে পরিবার পরিকল্পনা সেবা পৌছে দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবা গ্রাম পর্যায়ে পৌছে দেয়ার বিধান থাকলেও তা গ্রহন করার কোন সুযোগ আমাদের ছিল না।