বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এক হাজার শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা শ্রমিকলীগের কার্যালয়ে সংসদ সদস্যের পক্ষে শ্রমিকদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ও শেখ তন্ময় এমপির সমন্বয়কারি মো: ফিরোজুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবুবকর সিদ্দীক, শ্রমিক নেতা আব্দুল বারিক, গোলাম কিবরিয়া নিপু, আনিচ মল্লিক প্রমুখ ।
প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও লবন দেয়া হয়।