1

বাগেরহাটে আবরার হত্যার প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

বাগেরহাটে আবরার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। রবিবার সকালে শহরের সরুই এলাকার জেলা বিএনপির কার্যালয়ের গেটে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ এসকেন্দার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজ্জাফ্ফর রহমান আলম, কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল, জেলা মহিলাদলের সিনিয়ার সহ-সভাপতি শিরিনা আক্তার, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, যুগ্ম আহবায়ক সদর উপজেলা আবুল কালাম আজাদ বুলু, ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ হানু, মৎসজিবীদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন মেধাবী ছাত্র ফাহাদকে টর্চার সেলে নিয়ে হত্যা করা হয়েছে। এক ফাহাদকে হত্যা করে কোনো লাভ হয়নি। একজন ফাহাদ থেকে হাজার হাজার ফাহাদের জন্ম হবে। বক্তারা আরও বলেন খালেদা জিয়াকে দু’কোটি টাকার জন্য মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। অথচ শামীমের বাসায় ২শ’ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। সম্রাট যাকে সবাই বলে ক্যাসিনো সম্রাট, মাত্র দু’দিন কারাগারে ছিলেন। তারপরে তাকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। অপরদিকে খালেদা জিয়াকে এক বছরের বেশি সময় জেলে রাখা হয়েছে তার চিকিৎসার জন্য কোনো সুব্যবস্থা করা হচ্ছেনা। দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করলে এদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পাবে।

 

ভিডিও দেখুন-