1

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে কৃষি শুমারির তথ্য সংগ্রহ শুরু

“কৃষি শুমারি সফল করি, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে বাড়ী-বাড়ী গিয়ে বাগেরহাটে কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি-২০১৯ এর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। রবিবার সকালে শহরের ¯^াধীনতা উদ্যানের সামনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য সংগ্রহের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এই উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাংস্কৃতিক ফাউন্ডেশনে এসে শেষ হয়।
পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক সৈয়দ আমজাদ হোসেন, সদর উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা শেখ ফেরদাউস পারভেজ, শেখ আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, তথ্য সুপার ভাইজার ও তথ্য সেবা সংগ্রহকারীরা র‌্যালীতে অংশ গ্রহন করেন।
আয়োজকরা জানান, ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত মাঠ পর্যায়ে খানার তথ্য সংগ্রহ করা হবে। এর জন্য ৯ উপজেলায় ৯ জন উপজেলা সমš^য়কারী ২৭জন জোনাল অফিসার ২৪৭ জন সুপার ভাইজার ও ১৫২৫ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে এ কাজ করবেন।