জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া নেসারিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদ্রাসা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদরের উপজেলা নিবার্হী কর্মকর্তা তানজিল্লুর রহমান।
মোহাম্মদ দেলোয়ার মোড়লের সভাপতিত্বে অনুষ।টনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার আলী মোড়ল ও বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী মোড়ল। এসময় মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল হক সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর দাখিল পরীক্ষায় উক্ত মাদ্রাসার ছাত্র খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থান মাহমুদুর রহমান ও চতুর্থ স্থান অধিকার করে সাইফুর রহমান।