বাগেরহাট পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার দশানী যদুনাথ কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দীন আহম্মেদ।
পৌর আওয়ালী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপত্বি এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দীন, যুগ-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, যুগ-সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, বাগেরহাট চেম্বারের সহসভাপতি সরদার ওমর ফারুক, জেলা তাঁতীলীগের আহবায়ক আলহাজ¦ আব্দুল বাকী তালুকদার, শ্রমীক লীগের সাধারন সম্পাদক খান আবুবকর সিদ্দিক, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শরিফা খানম প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কাউকেই তিনি ছাড় দিচ্ছেন না।
পরে কাউন্সিলরদের ভোটে মো: আবুল কালাম আজাদ সভাপতি এবং মোঃ আবু তাহের সাধারন সম্পাদক নির্বাচিত হন।