বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর চিতলী গ্রামের অসহায় জাহানারা বেগম যখন ঘরে ধান তোলা নিয়ে চিন্তিত তখন তার পাশে দাড়িয়ে ঘরে ধান তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগ।সকালে স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলা শাখার নেতাকর্মীরা ওই বাড়িতে গিয়ে পানির ভিতর থেকে ধান নিয়ে তার ঘরে তুলে দেয়। বিপদের সময় নেতাকর্মীদের পাশে পেয়ে খুশি জাহানারা বেগম।
জাহানারা বেগম বলেন, তার স্বামী আজগর শেখ একজন প্রতিবন্ধী। অনেক অভাব-অনাটনে তার সংসার চলে। তিনি নিজেই কস্ট করে এই ধান চাষ করেছিলেন। তার ধান পানিতে ডুবে নস্ট হয়ে যাচ্ছিল । গত ৩দিন আগে ধান পানিতে ডুবে যাওয়ার পর কোনো উপায না পেয়ে নিজে কাটা শুরু করেন। কিছুক্ষণ কাটার পর তার হাত অনেকখানি কেটে যায়। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে এসে যোগাযোগ হয় স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সাথে। পরে আজ সকালে বাড়িতে হাজির হন তারা। এরপর পানির ভিতর থেকে ধান নিয়ে আসে বাড়িতে।
ধান ঘরে তোলায় নেতৃত্ব দেয়া বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহম্মদ মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় গত কয়েকদিন ধরে তার রুটিন মাফিক উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দিয়েছেন।
গতকাল জাহানারা বেগমের সাথে যোগাযোগ হলে তার অসহায়ত্বের কথা শুনে তাকে কথা দিই আপনার ধান কেটে আমরা বাড়িতে তুলে দিয়ে আসবো। একথা শুনে তিনি আবেগে কেঁদে ফেলেন । আজ উনার ধানগুলি কেটে বাড়ি তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে । ধান কাটার সময়, বেমরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খোকন হোসেন, যুগ্ম আহবায়ক বাবর আলী ও মো: সুমন সহ বেমরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ইউনিটের ২২ জন সদস্য উপস্থিত ছিলেন।