শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল অংশীজনের সভা অনুষ্ঠিত বাগেরহাটে সিটিজেন টাউন হল মিটিং অনুষ্ঠিত বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা বাগেরহাটে সক্ষমতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু বাগেরহাটে ই-জিপি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সমন্বয় করে কাজ করলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না -মহাপরিচালক, এনজিও ব্যুরো কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পিএইচডি ডিগ্রি অর্জন বাগেরহাটে জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা ( ভিডিও) বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচী




বাগেরহাটে অসচ্ছল মানুষের মাঝে কৃষকলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

বাগেরহাটের চিতলমারীতে করোনার সংক্রমন রোধে ঘরে থাকা পাঁচ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা কৃষকলীগ নেতা ব্যবসায়ী নাজমুল হক টিপু। মঙ্গলবার সকালে সামাজিক দুরত্ত¡ বজায় রেখে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের চরশৈলদাহ এলাকায় তার নিজ বাড়িতে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারফুল আলম, উপজেলা ভাইচ চেয়ারম্যান মাহাতাবুজ্জামান, মাহিলা ভাইচ চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, হিজলা ইউপি চেয়ারম্যান আজমীর কাজী, চিতলমারী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক প্রাণকৃষ্ণ দত্ত ভগো, শেখ ওমর ফারুক, মো: হায়াতুল হক হাওলাদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্যাকেটে করে ১০ কেজি চাল, ডাল, লবন, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পন্য মাঠের মধ্যে রাখা হয়। কর্মহীন পরিবারের সদস্যরা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী নিয়ে যার যার বাড়িতে চলে যায়।

বক্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে। তাই এসব কর্মহীন মানুষের মাঝে অভাব দেখা দিয়েছে। এজন্য সরকারী ভাবে সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষও অসহায়দের পাশে দাড়িয়েছে। চিতলমারী উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হক টিপু পাঁচ শতাধিক অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এটি একটি মহতি উদ্যোগ। সমাজের অন্য বিত্তবানেরাও এভাবে এগিয়ে আসবেন বলে আশা করেন বক্তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765