1

বাগেরহাটে অপ্রচলিত মৎস্যসম্পদ শামুক-ঝিনুক চাষ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে অপ্রচলিত মৎস্যসম্পদ শামুক-ঝিনুক চাষ ও সম্ভাবনা : গবেষনা অগ্রগতি শীষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের সেমিনার কক্ষে ভার্চুলালি যুক্ত হয়ে এই কর্মশালায় উদ্বোধন করেন, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

 

বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এস এম রাসেল, গোপালগঞ্জ দেশীয় মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ, এম রাকিবুল ইসলাম, মোল্লা এন এস মামুন সিদ্দিকী, ড. এ,এস,এম তানবিরুল হক এসএসও মো: শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, গবেষনা সহকারী হেমন্ত রায় প্রমুখ।

কর্মশালায় অপ্রচলিত মৎস্যসম্পদ শামুক-ঝিনুক চাষ ও সম্ভাবনার উপর বিভিন্ন ধরনের প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সামাজিক দুরত্ত্ব মেনে বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, চিংড়ি চাষী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।