1

বাগেরহাটের ফকিরহাটে চাষীদের মাঝে ড্রাম বিতরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ডাল, তেল, প্রকল্পের আওতায় ৬টি ইউনিয়নের ৬জন চাষীদের মাঝে ড্রাম বিতরণ করা হয়। গত সোমবার বেলা ১১টায় কৃষি অফিস চত্ত্বরে প্রতি চাষীর মধ্যে ৪টি করে মোট ৬জনকে ২৪টি ড্রাম বিতরণ করা হয়েছে। খেশারী, মসুর, তিল, সূর্যমূর্খী, সরিষা ফসলের জন্য বীজ সংরক্ষনের জন্য উক্ত ড্রাম বিতরণ করা হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র জানিয়েছে। বিতরণকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার শারমীনা শামিম ও তন্ময় দত্ত, উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, মোঃ বেল্লাল হোসেন সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও চাষীগন উপস্থিত ছিলেন।

ফকিরহাটে কৃষকদের মাঝে ড্রাম বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাসরুল মিল্লাত

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষকদের সব ধরনের সহয়তা দিয়ে তাদের ফসল উৎপাদনের সহায়তা করে আসছে। এজন্য দেশ আজ খাদ্যে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।