1

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা আফগানদের প্রকাশ: ৩৭ মিনিট আগে

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট এবং ত্রিদেশীয় টি-২০ সিরিজ দিয়ে রশিদ খানের নেতৃত্বের অভিষেক হবে। রশিদ খানকে অধিনায়ক করে তাই টেস্ট এবং টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। তাদের টেস্ট দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার পেসার শাপুর জাদরান। এছাড়া সর্বশেষ টেস্টের দল থেকে পাঁচজনকে বাদ দিয়েছে তারা। বিশ্বকাপের পরে নতুন কিছু ক্রিকেটারকে দলে ডেকেছে দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

টেস্ট দলে ডাক পেয়েছেন সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভালো খেলা ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান। শাপুর জাদরান তো আছেনই। দুই লেগ স্পিনার জহির খান এবং কায়িস আহমেদ ডাক পেয়েছেন দলে। দলে ডানহাতি স্পিনার মুজিব উর নেই টেস্ট দলে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই আছেন দলে। মোহাম্মদ শাহজাদ নিষিদ্ধ থাকায় দরজা খুলেছে তার জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া তরুণ পেসার সায়েদ সিরজাদ আছেন টেস্ট দলে।

এছাড়া সর্বশেষ সিরিজের দলে থাকা উসমান ঘানি, জহির খান, জিয়াউর রহমান এবং সামিউল্লাহ সেনওয়ারি টি-২০ দল থেকে বাদ পড়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেওয়া নাভিন উল হক সংক্ষিপ্ত সংস্করণের দলে জায়গা পেয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ শাহিদুল্লাহ কামাল, ফজল নিয়াজি, রহমানুল্লাহ গুরবাজ ত্রিদেশীয় টি-২০ সিরিজের দলে ডাক পেয়েছেন।

আফগানিস্তানের টেস্ট দল: রশিদ খান (অধি.), আসগর আফগান, হাসমতউল্লাহ শাহেদি, এহসানউল্লাহ, ইকরাম আলি খিল, জাভেদ আহমাদি, মোহাম্মদ নবী, রহমত শাহ, ইয়ামিন আহমেদজাই, শাপুর জাদরান, ইব্রাহিম জাদরান, জাহির খান পাক্তিন, সায়েদ আহমেদ সিরজাদ, আফসার জাজাই, কায়িস আহমেদ।

আফগানিস্তানের টি-২০ দল: রশিদ খান (অধি.), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শারাফুদ্দিন আশরাফ, নাজিব জাদরান, শাহিদুল্লাহ কামাল, কারিম জানাত, গুলবাদিন নাঈব, ফারিদ আহমেদ, শাফিকুল্লাহ শাফিক, ফজল নিয়াজি, দৌলত জাদরান, নাভিন উল হক, রহমানুল্লাহ গুরবাজ।