1

বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নিখোঁজ!

বাংলাদেশি পরিচয় দিয়ে এক নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, বাংলাদেশের ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গত বুধবার বিকেলে ওভাল অফিসে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়েছেন, এমন কয়েক জনের সঙ্গে কথা বলেন।

কথোপকথনের এক পর্যায়ে এই নারী ট্রাম্পের কাছে তার বক্তব্য উপস্থাপন করেন। তাকে মিসেস সাহা বলে উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউসের বিবৃতিতে।

ট্রাম্পের সঙ্গে সাহার কথোপকথন নতুন বার্তার পাঠকদের জন্য তুলে ধরা হলো-

সাহা: স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমি বাংলাদেশ থেকে এসেছি। আর এখানকার ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম হয়ে গেছে। দয়া করে আমাদের, বাংলাদেশের জনগণকে সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

ট্রাম্প: বাংলাদেশ।

সাহা: হ্যাঁ। এখনও এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ আছে। আমাদের অনুরোধ দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু সাহায্য করুন প্রেসিডেন্ট।

(এই পর্যায়ে সাহার দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন ট্রাম্প। সাহাও হাত বাড়িয়ে করমর্দন করেন কিন্তু কথোপকথন চলতে থাকে।)

সাহা: আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনও বিচার হয়নি।

ট্রাম্প: কে এই জমি কেড়ে নিয়েছে? কে এই বাড়ি ও জমি কেড়ে নিয়েছে?

সাহা: মুসলিম মৌলবাদী গোষ্ঠী। এবং তারা – সবসময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে। সবসময়।

আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনার ঝড় ওঠে।