1

বাংলাদেশে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ান ছবি

চিত্রনায়ক নিরব অভিনীত মালয়েশিয়ান ছবি ‘বাংলাশিয়া ২.০’। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় ১১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। দেশটিতে ছবিটি বেশ দর্শক সাড়া জাগায়। সেই ছবিটিই এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে।

নিরব জানান, চলচ্চিত্রটি মালে, চায়না, তামিল, থাই, ইংরেজি ভাষায় ডাবিং করা হলেও বাংলাদেশে মুক্তির জন্য ছবিটি এবার বাংলা ভাষায় ডাবিং করা হচ্ছে। বাংলাদেশে আমদানি পক্রিয়ার সকল নিয়মনীতি মেনেই বাংলাদেশে মুক্তি দেয়া হবে। ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় প্রদর্শনের অনুমতি পেয়েছে ‘বাংলাশিয়া’।

ছবিটির নায়ক নিরবই বাংলাদেশে মুক্তি দেয়ার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বাংলাদেশে চিত্র নির্মাতা অনন্য মামুনের প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রদর্শিত হবে ছবিটি।

শুটিংয়ের পর প্রায় পাঁচ বছর নিষিদ্ধের কবলে পড়েছিলো ছবিটি। ২০১৪ সালে মালয়েশিয়ান ফিল্ম সেন্সরশিপ বোর্ড ‘বাংলাশিয়া’ সিনেমাটি ব্যান করে। ছবির ৩১টি দৃশ্য মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যাওয়ায় সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। বেশ কিছু কাটছাঁটের পরে ১২ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপরই দেশটিতে মুক্তি পায় ছবিটি।

ছবিটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে চিত্রনায়ক ইমন বলেন, ছবিটি মালয়েশিয়াতে বেশ দর্শক প্রশংসিত হয়। একটি আন্তর্জাতিক মানের ছবি এটি। তাই মালয়েশিয়ার বাইরেও বিভিন্ন দেশে মুক্তির প্রক্রিয়া চলছে। এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। শিগগিরই সেন্সরে জমা দেয়া হবে ছবিটি। এরপরই মুক্তি পাবে দেশের হলে।’

নিরব আরও জানান, মালয়েশিয়ায় নানা ধরনের অপরাধ এবং প্রবাসীদের সঙ্গে অসদাচরণ নিয়ে ছবিটির গল্প। এখানে নিরবকে দেখানো হয়েছে বাংলাদেশ থেকে ভাগ্যের সন্ধানে মালয়েশিয়া যাওয়া এক যুবকের চরিত্রে। সে কখনো বাবুর্চি, কখনো আবার আকাশ ছোঁয়া দালানে চুনকাম করছে।

ছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মুসলিম অভিনেত্রী আতিকা সোহাইমি। পরিচালনা করেছেন মালয়েশিয়ার নির্মাতা নেময়ুই। তিনি এর আগে পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন।