শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:২১ অপরাহ্ন




বর্ণাঢ্য আয়োজনে কয়রায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

 

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ সারাদেশের ন্যায় খুলনা কয়রায় পালিত হয়েছেে। এ উপলক্ষে কয়রা থানার আয়োজনে শনিবার সকাল ১০টায় পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও সর্বসাধারণের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে কয়রা থানার অফিসার্স ইনচার্জ রবিউল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কয়রা থানা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসীন রেজা, বর্তমান উপজেলা চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলামসহ পুলিশিং কমিটির নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে কয়রা উপজেলা পুলিশিং কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মাদক-জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ি, দেশব্যাপী ৬০ হাজার ৯১৮টি কমিটিতে ১১ লাখ ১৩ হাজার ৩২৮ জন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য কাজ করছেন। ২০১৫ সালে ৮২ হাজার ৯৮১টি, ২০১৬ সালে ১ লাখ ১ হাজার ৭৯৩টি, ২০১৭ সালে ১ লাখ ১৯ হাজার ৮৫৩টি, ২০১৮ সালে ১ লাখ ২৭ হাজার ৯৩৭টি এবং চলতি বছরের জুন মাস পর্যন্ত ৯৬ হাজার ৪৪৬টি বিরোধের ঘটনা নিষ্পত্তি করেছে কমিউনিটি পুলিশের সদস্যরা। পাশাপাশি ২০১৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধবিরোধী সভা করা হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৭৪৯টি। এ সময় ২ লাখ ৭৩ হাজার ৪২৭টি জনসংযোগ সভা ও ৪৪ হাজার ২৭৭টি ‘ওপেন হাউস ডে’ করা হয়েছে। আজ দ্বিতীয়বারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765