1

বরিশালে হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালেও আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল চলাকালে বিক্ষোভ মিছিল এবং যান চালকদের যানবাহন না চালান সহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা না রাখার আহ্বান জানান তারা।

তবে বাম জোটের ডাকা এই হরতালে জনজীবনে তেমন কোনও প্রভাব পড়েনি।
পূর্ব ঘোষিত আধাবেলা হরতাল সফল করতে রবিবার সকাল ৬টা থেকে নগরীর সদর রোডের কাকলীর মোড় এলাকায় যান চলাচল না করার জন্য চালকদের এবং ব্যবসা প্রতিষ্ঠান না খোলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানায় হরতাল পালনকারীরা।

সকাল সাড়ে ৬টায় নগরীর জেল খানা মোড়ে বিক্ষোভ মিছিল করেন তারা। সকাল পৌঁনে ৭টার দিকে নগরীর কাকলীর মোড় এলাকায় যান চলাচল না করার আহ্বান জানিয়ে মিছিল করে বাম গণতান্ত্রিক জোট।

এদিকে হরতাল পালনকে কেন্দ্র করে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এবং স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।