1

বঙ্গবন্ধুকে হত্যা করলেই বঙ্গবন্ধু শেষ হয়ে যায়নি – পানি সম্পদ উপমন্ত্রী

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম বলেছেন বঙ্গবন্ধুকে হত্যা করলেই বঙ্গবন্ধু শেষ হয়ে যায়নি। কিছু মানুষ মরে গেলেই শেষ হয়ে যায়। আর কিছু মানুষ আছে মরে গেলে ও অমর থাকে। তাদের একজন শেখ মুজিব। খুনি মোস্তাক আর জেনারেল জিয়া জানতোনা বঙ্গবন্ধু কে হত্যা করলেও হত্যা করা যায়না। বঙ্গুবন্ধু হচ্ছে সবুজের ভিতরে লাল পতাকা। উপমন্ত্রী বলেন শেখ মুজিব মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু মরতে পারেনা।

উপমন্ত্রী বলেন যতদিন বাংলাদেশ থাকবে ,যতদিন পমদ্মাা মেঘনা নদী বহমান থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম পৃথিবীর ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই ছিলেন না,বঙ্গবন্ধু শুধু জাতির জনকই নন। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের একমাত্র নেতা। তিনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী না হয়েও ধানমন্ডির বাড়িতে বসে তৎকালীন পূর্ব বাংলার সাড়ে সাত কোটি মানুষকে যা বলতেন তা তারা শুনতেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা শহীদমিনার চত্তরে নড়িয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাচান আলী রাঢ়ির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে,নড়িয়া উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আঃ ওহাব বেপারী, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড.আবুল কালাম আজাদ ,নড়িয়া পৌর মেয়র বাবু রাঢ়ি,নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকির বেপারী, নাজমা মোস্তফা ,আওয়ামীলীগ নেতা আঃ মালেক, রাবেয়া আকতার, আঃ রহমান ,মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, মোঃ শাহজাহান মৃধা ,শাহ আলম চৌকিদার, আলা উদ্দিন বেপারী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর,জেলা ছাত্রলীগের আহবায়ক মোহসীন মাদবরসহ অনেকে। আলোচনা শেষে এনামূল হক শামীম নড়িয়া উপজেলার অসহায় গরীব মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেয় মানবিক সাহায্য ৭৫ জনের প্রত্যেকের মধ্যে নগদ ৬ হাজার করে ৪লাখ ৫০ হাজার টাকা। ৭৫জনের মধ্যে ২ বান্ডেল করে ১৫০ বান্ডেল ঢেউটিন প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক কাজী আবু আবু তাহের ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় উপস্থিত ছিলেন।