1

বগুড়ার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৮ রোগী ভর্তি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৮ রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

ডাক্তার আরিফুর রহমান জানান, গেল তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী ভর্তি হন এই হাসপাতালে। এদের মধ্যে ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। এই রোগীদের মধ্যে অধিকাংশই সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন বলেও জানান এই চিকিৎসক।

বগুড়া শজিমেক হাসপাতালের মেডিসিনি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মমতাজুর রহমান জানান, গত বছর যেখানে মাত্র তিনজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, সেখানে এবার প্রতিটি ইউনিটে ৭ থেকে ৮জন করে রোগী ভর্তি রয়েছে। এই হার তুলনামূলক অনেক বেশি বলেও জানান তিনি।

হাসপাতালের হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুরজিৎ সরকার তিতাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য সকল প্রস্তুতিই হাসপাতালে রয়েছে। রোগ শনাক্তকরণের জন্য যে পরীক্ষা সেটি বাইরের ডায়াগোনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই হাসপাতালেই রোগ নির্ণয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আশঙ্কাজনক একজন রোগীকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্যান্য রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।