1

ফকিরহাটে নিরাপদ পান উৎপাদন বিষয়ে র‌্যালী ও মাঠ দিবস অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে নিরাপদ পান উৎপাদন বিষয়ে র‌্যালী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া এলাকায় নিরাপদ উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় এই র‌্যালী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ অমিতাভ মন্ডল।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দ আব্দুল ওহাব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভিন পাখী, কৃষক গাজী আলাউদ্দীন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান আলী মন্ডল, বিপুল কুমার পাল, বিপ্লব দাশ, নীল রতন রায় তানিয়া রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে বিষমুক্ত খাদ্য উৎপাদনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় নিরাপদ পান উৎপাদনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।।
অনুষ্ঠানে বিপুল সংখ্যাক কৃষক কৃষানী ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।