বাগেরহাটের ফকিরহাটে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে কৃষানীদের নিয়ে ব্যতিক্রমধর্মী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফকিরাহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মো: হাসানুজ্জামান কল্লোল।
পরে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষিতে নারীর অবদান : চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়’ শীর্ষক আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসার অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি.এম.এ গফুর, বাগেরহাটের উপপরিচলক মো: শরিফুল ইসলাম, এসএসিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আইয়ুব আলী, অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় দাস, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় দত্ত, শারমীনা শামীম প্রমুখ।
কৃষানীরা বলেন, নারী দিবস প্রতিবছর পালন হয়ে থাকে। কিন্তু তাদের খোঁজ কেউ রাখে না। এবছর নারী দিবসে এমন ব্যাতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে কৃষিতে নারীর অবদানকে আরো উর্ধে তুলে ধরা হয়েছে। তারা বুঝতে পারছেন, নারীরা কৃষিতেও অবহেলিত নয়। তাদের সরকার মূল্য দিয়েছে। এটা দেখে নারীরা কৃষিতে আরো ভাল ভুমিকা রখবে বলে তারা জানান।
স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের উদ্যোগে (এনএসিপি) মেলায় ১১টি স্টলে নারীরা তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করেন।