1

ফকিরহাটে ট্রাক-ইজিবাইক মুখোমূখী সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাক ও ব্যাটারী চালিত ইজিবাইক মুখোমূখী সংঘর্ষে ঘটনাস্থলে রাব্বি (২৮) জাহাঙ্গির আলম (৪২) নামের দুই ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। সোমবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোডের মোড় এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন আলীর ছেলে এবং জাহাঙ্গির আলম সৈয়দমহল্লা গ্রামের মোহাম্মদ হোসেন ছেলে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংঙ্কাজনক। এদের মধ্যে ফকিরহাটের পাগলা গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির না জানা গেছে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, মোল্লাহাট থেকে ছেড়ে আসা গুরু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে এসে বিপরিত দিকে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি বাইসাইকেল ও পরে একটি যাত্রী বোঝাই ব্যাটারী চালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। এতে রাব্বি ঘটনাস্থলে এবং আশংঙ্কা জনক অবস্থায় ৪ জনকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জাহাঙ্গির নামের আরো একজন মারা যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।