1

ফকিরহাটে চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সকালে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাতের সভাপতিত্বে খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার নন্দি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মুক্তি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে কৃষি খাত। বিশ্ব পরিমণ্ডলে যা উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলছে। এশিয়ার গণ্ডি পার করে বিশ্বে সবজি উৎপাদনে জনবহুল বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। কেবল সবজি-ই নয় ধান উৎপাদনেও বিশ্বে আয়তনের দিক থেকে অনেক পেছনে থাকা বাংলাদেশের অবস্থান চতুর্থ, আমে সপ্তম ও আলুতে অষ্টম।
অনুষ্ঠানে ১৭০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৩০ কেজি করে সার ও ৫ কেজি জাতের বীজ বিতরণ করা হয়।