1

পুলিশের ভয়ে বসে থাকলে আন্দোলন সফল হবে না: ফারুক

পুলিশের ভয়ে ঘরে বসে থাকলে আন্দোলনে সাফল্য আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

দলের হাইকমান্ডকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘বিএনপিকে নিয়ে জনগণ বলতে শুরু করেছে। তাই কিছু কর্মসূচি দিন। এখনও আন্দোলনে রাস্তায় নামার সাহস আছে। কৌশল নিতে হবে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। মানুষ এই আন্দোলনের সঙ্গেই আছে।’

তিনি বলেন, ‘যারা ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে সম্পন্ন করেছে তারা রাস্তায় নামতে দেবে না। তবে সেই পুলিশকে ভয় পেয়ে যদি ঘরে বসে থাকি তাহলে খালেদা জিয়ার মুক্তিও আসবে না।’

দলীয় নেতৃত্ব থেকে কর্মসূচির দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন– সাহস হারানো যাবে না, ধৈর্য্য ধরতে হবে। কতদিন ধৈর্য্য ধরবো? তৃণমূল প্রস্তত। কেন্দ্রীয় কমিটির ৫৭০ জনকে সক্রিয় করুন। কর্মসূচি দিন।’

ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘নব্বইতে এরশাদও পদত্যাগের কয়েক ঘণ্টা আগে ব্রিজ উদ্বোধন করতে গিয়ে হাসতে হাসতে বলেছিলেন, কিসের পদত্যাগ? সেই এরশাদেরও পতন হয়েছে। অহঙ্কার পতনের মূল।’

আয়োজক সংগঠনের ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।