1

পিছিয়ে গেলো শিল্পী সমিতির নির্বাচন

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত এই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেন না বলে সমকাল অনলাইনকে জানালেন শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, আগে বলা হয়েছিল ১৮ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এ তারিখ নির্বাচণ করা সম্ভব হচ্ছেনা। সবার সঙ্গে আলাপ করেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

নির্বাচনের তারিখ পেছানোর কারণ জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি আগেই বলেছি বেশ কিছু কাজ নিয়ে আমি ব্যস্ত আছি। ওই সময়টায় সরকারি কিছু কাজে যোগ দেওয়ার সম্ভাবনা আছে আমার। তাই নির্বাচনের তালিক ১ সপ্তাহ পেছানো।

এদিকে ৪ অক্টোবর বিগত দুই বছরের সমিতির কাজের হিসাব-নিকাশের ওপর প্রতিবেদন পেশ করা হবে বলে জানিয়েছেন জায়েদ খান। ওই দিন সমিতির ২১টি পদের নির্বাচনী তফসিলও ঘোষণা করা হবে।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও মিশা সওদাগরকে সভাপতি করে সাধারণ সম্পাদক প্রার্থী হবেন জায়েদ খান। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীকে সভাপতি করে তৈরি হচ্ছে আরেক প্যানেল। মৌসুমীর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন ডি এ তায়েব।