1

পাকিস্তান ক্রিকেট দলের উন্নতি করেই আমি ছাড়ব : ইমরান

প্রধানমন্ত্রী হওয়ার প্রথম মার্কিন সফরে ইমরান খান। মার্কিন মুল্লুকে গিয়ে পাকিস্তান ক্রিকেটকে ভবিষ্যতে ফের বিশ্বসেরা করার প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপ জয়ী পাকিস্তানি অধিনায়ক।

২০১৯ বিশ্বকাপে পাঁচ নম্বরে শেষ করেছে পাকিস্তান। অল্পের জন্য সেমিফাইনাল পৌঁছাতে পারেনি সরফরাজ অ্যান্ড কোং। লিগের ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এবং তিনটি হেরেছিল পাকিস্তান। একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট হলেও রান-রেটে পিছিয়ে থাকায় শেষ চারে ওঠা হয়নি সরফরাজদের। ফলে পাঁচ নম্বরেই সন্তুষ্ট থাকতে হয় ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়নদের। ২৭ বছর আগে ইমরানের হাত ধরেই বিশ্বসেরা হয়েছিল পাকিস্তান।
রবিবার ওয়াশিংটন ডিসি’কে পাক কমিউনিটি এলাকায় বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, এই বিশ্বকাপে পর আমি সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তান ক্রিকেট দলের উন্নতি করেই আমি ছাড়ব। পাকিস্তান ক্রিকটকে আমি বদলে দেব। আমি জানি, এবার অনেকেই হতাশ হয়েছে। আশা করি পরের বিশ্বকাপে আমাদের দেখবে দারুম পেশাদর দল হিসেবে। সেটা হবে সেরা পাকিস্তান টিম। আমার কথা মনে রাখবেন।