1

পদ্মার পাঁচ রিটা মাছের দাম ১৯ হাজার টাকা

পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া সুস্বাদু পাঁচটি রিটা মাছ ১৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বড় আকৃতির এ রিটা মাছগুলো ধরা পড়ে।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান জানান, শনিবার সকালে পদ্মা নদীর মাঝামাঝিতে জাল ফেলে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেসোনা এলাকার জেলে শামছু হলদার। এ সময় তার জালে বড় আকৃতির এই ৫টি রিটা মাছ ধরা পড়ে। ৫টি রিটা মাছের ওজন ১১ কেজি ২০০ গ্রাম। জেলের কাছ থেকে মাছগুলো ১৫শ ৫০ টাকা কেজি দরে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭০০ টাকা কেজি দরে বিক্রি করেন বলে তিনি জানান।

উল্লেখ্য, রিটা মাছ স্বাদু বা অল্প লবণাক্ত পানির মোহনা অঞ্চলে বাস করে। সুস্বাদু এই মাছের চাহিদা ব্যাপক। এছাড়া এর পুষ্টিগুণও অনেক। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।