নড়াইল শিল্পকলা একাডেমী জেলায় সাংস্কৃতিতে বিশেষ অকদান রাখায় ৫জন গুনি শিল্পীদের সম্মাাননা প্রদান করেছে। শনিবার রাতে শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা প্রধান অতিথি থেকে গুনি ৫ শিল্পীর হাতে ক্রেস্ট,সনদও অর্থের চেক তুলে দেন।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত জেলা কালচারাল অফিসার মোঃ হায়দার আলীর সভাপতিত্বে এ সময় শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.বি.এম সাইফুর রহমান হিলু, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য রওশনারা লিলি,মুন্সি আসাদুর রহমান,শেখ হানিফসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন, লোকসংগীতে আব্দুল গফ্ফার, সংগীতে মাহবুবুর রহমান লিটু, যন্ত্রসংগীতে মোঃ রবিউল ইসলাম.চারুকলায় কংকর কুমার সুত্রধর এবং নাট্যকলায় সৈয়দ ওসমান আলী ।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমী প্রতি বছর সাংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য জেলার ৫জনকরে গুনি শিল্পীদের নিয়মিতভাবে সম্মাননা প্রদান করে আসছে।