1

নড়াইলে সুলতান উৎসব শুরু হবে ১১ সেপ্টম্বর

প্রতি বছরের ন্যায় এ বছরও বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তি উপলক্ষে চার দিনব্যাপি ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হবে। আগামি ১১ থেকে ১৪ সেপ্টম্বর শহরের সুলতান মঞ্চে এ ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হবে। উৎসবের সমাপনি দিন নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারী-পুরুষের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চার দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহনে আর্ট ক্যাম্প, পৃথকভাবে জাতীয় ও স্থানীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার, সম্মাননা ও পদক বিতরণ এবং নৌকা বাইচ। বরাবরের মতো এবারও জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এবং এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করবে।

১৯২৪ সালের ১০ আগষ্ট শহরতলির মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন বরেণ্য এই শিল্পী এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।