বুধবার, ২৭ মার্চ ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন




নড়াইলে ফুটবল খেলায় দর্শকদের হামলায় পুলিশের এসআই আহত

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

নড়াইলের লোহাগড়ায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলাকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতার হামলায় লোহাগড়া থানার এসআই জয়নুল আবেদীনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকাল বিকাল ৫টার দিক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাশিপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও নলদী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলার দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড়কে মাঠে নামানোকে কেন্দ্র করে উভয় ইউনিয়নের দর্শকদের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এ সময় কাশিপুর ইউনিয়ন সমর্থিত দর্শকরা প্রতিপক্ষ নলদী ইউনিয়ন সমর্থিত দর্শকদের ওপর তিন দফায় হামলা চালায়। এ সময় মঞ্চে থাকা লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুর হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, সহকারি কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাদেরকেও উচ্ছৃঙ্খল দর্শক ঘেরাও করে রাখে। এ সময় অবস্থা বেগতিক দেখে সহকারি কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত লোহাগড়া থানা পুলিশকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে লোহাগড়া থানার একদল পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ সময় কাশিপুর ইউনিয়ন সমর্থিত দর্শকদের হামলায় লোহাগড়া থানার এস আই জয়নাল আবেদীনসহ বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল কমবেশী আহত হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: মোকাররম হোসেন জানান, খেলার মাঠে দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে এস আই জয়নুল আবেদীন আহত হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765