মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতির আহবায়ক কমিটি বাগেরহাটে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল অংশীজনের সভা অনুষ্ঠিত বাগেরহাটে সিটিজেন টাউন হল মিটিং অনুষ্ঠিত বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা বাগেরহাটে সক্ষমতা বৃদ্ধিমূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু বাগেরহাটে ই-জিপি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত সমন্বয় করে কাজ করলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না -মহাপরিচালক, এনজিও ব্যুরো কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার পিএইচডি ডিগ্রি অর্জন বাগেরহাটে জীবন বীমা কর্পোরেশনের ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা ( ভিডিও)




নড়াইলের নবগঙ্গা ও কাজলা নদীর উপর সেতু নির্মাণের দাবী পূরণ হতে চলেছে

এসএম হালিম মন্টু, নড়াইল
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

নড়াইলের চালিতাতলা-ব্রাক্ষণডাঙ্গার নবগঙ্গা ও মুলিয়ার কাজলা নদীর উপর দুটি সেতু নির্মানে দাবিতে স্থানীয়রা স্বাধিনতা পরবর্তী সময় থেকে দাবি করে আসছিল। অবশেষে এ দুটি এলাকার জনগনের প্রানের দাবি সেতু নির্মান কাজের প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় জনগনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ দুটি স্থানে সেতু নির্মান হলে ব্যবসা বানিজ্য শিক্ষা চিকিৎসার উন্নয়নসহ জনগনের আমুল উন্নয়ন ঘটবে বলে স্থানীয় জনগন মনে করেন। চালিতাতলা-ব্রাক্ষণডাঙ্গা প্রয়ন্টের নবগঙ্গা নদীর উপর সেতু নির্মান হলে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম,লাহুড়িয়া,শালনগর,নলদী ইউনিয়ন হয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গার সাথে সরাসরি নড়াইল জেলার সাথে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটবে। এ সেতুর সুবাদে সকল প্রকার যানবাহন ব্যবস্থার আমুল উন্নয়ন ঘটবে।

অন্যদিকে নড়াইল শহর থেকে দক্ষিন-পশ্চিমে প্রায় ৮ কিলোমিটার দুরে মুলিয়া বাজার। বাজারের পশ্চিম পাশ ঘেসে বয়ে গেছে কাজলা নদী। এ নদীর কারণে নদীর পশ্চিমে থাকা বিশাল এলাকা এগারখান,শেখহাটি ইউনিয়ন নড়াইল শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। শেখহাটি বা এগারখানের জনগন নানা সমস্যা আর ২৫-৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছোট ছোট বাহনে করে নড়াইলের সাথে তাদের প্রয়োজনীয় কাজকর্ম করতে আসতে হয়। ফলে কাজলা নদীর উপর এ সেতুটি নির্মান হলে যশোরের নওয়াপাড়া ও নড়াইলের মধ্যে অল্প সময়ে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে।
সম্প্রতি চালিতাতলা-ব্যাক্ষণডাঙ্গা পয়েন্টে নবগঙ্গা নদীর উপর সেতু নির্মানের স্থান নির্ধারণের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. এম শাহাজাহান মন্ডল ও সহকারি অধ্যাপক মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি কারিগরি দল নড়াইলে এসেছিলেন। তারা সম্ভাব্য সেতু নির্মানের স্থান পরিদর্শন করেন। তাদের সাথে নড়াইল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নড়াইল সদর উপজেলা প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মেদ,নড়াইল এলজিইডির সহকারী উপ-প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম ছিলেন। দলের সদস্যরা সেতু নির্মানের প্রয়োজনীয়তা,স্থান নির্ধারণ,নদীর বর্তমান অবস্থা,নৌযান চলাচলের সুবিধা,উচ্চতা,ডিজাইনসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করেন। এ সেতুটি বাস্তবায়নের লিখিত দাবিতে ২০১৬ সালে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়।

অন্যদিকে নড়াইল-২ সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে কিক্রেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিগত জাতীয় সংসদ সদস্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তিনি নির্বাচিত হলে কাজলা নদীর মুলিয়া এলাকায় একটি সেতু নির্মান করবেন এ লাকার জনগনের উন্নয়নের জন্য। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে নড়াইলের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি তার দেওয়া প্রতিশ্রুতি কাজলা নদীর উপর সেতু নির্মানের বাস্তবায়নে নিরালস কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি ডিও লেটারের মাধ্যমে সেতু নির্মানের দাবি জানান। সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব জেসমিন পারভীন গত ৬ অক্টোবর সেতুটি নির্মানের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রনাণয়ের প্রধান প্রকৌশলী বরাবর নির্দেশনা পাঠান।

নড়াইল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু বলেছেন, নড়াইলের নবগঙ্গা নদীর উপর চালিতাতলা বাজার ও কাজলা নদীর মুলিয়া বাজার এলাকায় সেতু নির্মানের দাবি স্থানীয়দের বহু বছরের। মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে নড়াইলের এ ২টি সেতু উন্নয়নের মাইল ফলক হয়ে থাকবে। সেতু ২টি নির্মানের ফলে এলঅকার ব্যবসা বানিজ্য-শিক্ষা,চিকিৎসার বিপ্লব ঘটবে। দ্রুত সেতু ২টি নির্মান হবে এ প্রত্যাশা রাখি।

নড়াইল স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার বলেছেন, নড়াইলের অহেলিত এ দুটি এলকায় সেতু নির্মান খুবই প্রয়োজন। এ দুটি এলাকায় সেতু নির্মানের পরপরই উন্নয়নের জোয়ার আসবে। এলাকার জনগন ব্যবসা বানিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ সকল প্রকার উন্নত সুযোগ সুবিধা পাবে ।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765