1

নিচ তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত হরিলুট: মেনন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, শুধুমাত্র কয়েকটি ক্যাসিনো বন্ধ করলেই হবে না। দেশের সকল পর্যায়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না করতে পারলে স্বাধীনতার লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে না।

বরিশালের মুলাদী উপজেলা সদরে শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক এম.এ গফুর মোল্লার সভাপতিত্বে সম্মেলনে মেনন আরও বলেন, দেশে দুর্নীতির মূলোৎপাটনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৪দল গঠন করা হয়েছিল। কিন্তু গত ১০ বছরেও আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা দেশের উন্নয়নের জন্য অনেক বড় বড় প্রকল্প করেছি। সেই বড় বড় প্রকল্পে বড় বড় দুর্নীতি হয়েছে। বালিশ ক্রয়, বালিশের কভার, বালিশ নিচতলা থেকে কক্ষে ওঠাতে খরচের নামে দুর্নীতি হয়েছে।

তিনি আরও বলেন, গত দশ বছরে দেশের নিচের তলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত শুধু লুট, লুট আর হরিলুট হয়েছে। টিআর গম লুট, রাস্তার ইট লুট, প্রকল্পের টাকা লুট, জিডিপির টাকা লুট, বড় বড় প্রকল্পে লুটপাট হয়েছে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাবেক এমপি শেখ টিপু সুলতান, কোষাধ্যক্ষ মাজহারুল হক ও যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।