1

নগরকর্তাদের উদাসীনতা মানুষকে ক্ষুব্ধ করছে : সাবিনা ইয়াসমিন

বিশিষ্ট কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, ‘জনগণ ডেঙ্গু নিয়ে আতঙ্কে আছে এটা মিথ্যা নয়। ডেঙ্গু যে সারা দেশে ছড়িয়ে পড়ছে তা-ও মিথ্যা নয়। প্রতিদিন পত্রিকা ও টেলিভিশনের খবরে যা শুনছি, যা দেখছি—আমি খুবই আতঙ্ক বোধ করছি। ডেঙ্গুর বিস্তার রোধে ও মশা নিয়ন্ত্রণে এখনই জরুরি উদ্যোগ নিতে হবে।’

সাবিনা ইয়াসমিন বলেন, সবাই বলাবলি করছে যে মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়ার এই সময়ে নগরের কর্তা ব্যক্তিদের কর্তব্যে উদাসীনতা ও দায়িত্বহীন কথাবার্তা মানুষকে ক্ষুব্ধ করছে।

ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় ডাক্তাররা যেভাবে দায়িত্ব পালন করে চলেছেন তার প্রশংসা করি। তবে ডেঙ্গু প্রতিরোধে জোরালো উদ্যোগটা নিতে হবে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। নিজের বসতবাড়ি নিজেকেই পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু বাসাবাড়ি নয়; অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে।