1

ধর্ষণ বন্ধে কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযান

ধর্ষণরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অশ্লীল ছবি ছড়ানো রোধে বিশেষ অভিযান শুরু করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই আওতায় অভিযান চালিয়ে ২ কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত কম্পিউটার জব্দ করা করা হয়েছে।

রোববার গভীর রাতে এই অভিযান চালানো হয়। পরে সোমবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের সুজামের মোড় এলাকার মা-বাবা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রতন কুমার দাস (২৪) এবং সিএন্ডবি মোড় এলাকার শাম্মী টেলিকমের মালিক মমিনুল ইসলামকে (২৬) কম্পিউটারে অশ্লীল ছবি সংরক্ষণ এবং তা মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান জানান, ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়ায় সবাই এখন উদ্বিগ্ন। আর অশ্লীল ছবি দর্শন ধর্ষণ প্রবণতা বাড়ার একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এ জন্য জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। ধর্ষণরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অশ্লীল ছবি ছড়ানো রোধে কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।