1

দেশে প্রতি ৬ জনের মধ্যে ১ জন অপুষ্টির শিকার!

বিশ্বের অন্য দেশের তুলনায় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে দারিদ্র্য কমলেও অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা কমেছে না। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রতি ছয়জনের একজন মানুষ অপুষ্টির শিকার এবং তাদের পর্যাপ্ত খাবার নেই।

‘স্টেট অব ফুট সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন’ শিরোনামের ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে অপুষ্ট মানুষের সংখ্যা দশ লাখ বেড়েছে।

গোটা পৃথিবীতে অর্ধভুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ মিলিয়নে। অর্থাৎ মোট জনসংখ্যার ১১ শতাংশ মানুষ খাদ্যের সমস্যা নিয়ে বেঁচে আছে!

এর মধ্যে শুধু এশিয়ায় অর্ধভুক্ত মানুষের সংখ্যা ৫১৩.৯ মিলিয়ন এবং আফ্রিকায় ২৫৬.১ মিলিয়ন।

খাদ্য বিষয়ক সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ক্ষেত্রে কিছু ইতিবাচক তথ্যও উঠে এসেছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, অতিমাত্রায় খাবার সংকটে ভোগেন এমন মানুষের সংখ্যা বাংলাদেশে কমেছে।

২০১৪-২০১৬ সালে এমন মানুষ ছিল ১৭.৮ মিলিয়ন। পরবর্তী দুই বছরে দাঁড়িয়েছে ১৬.৮ মিলিয়নে।

এর আগে জাতিসংঘের ডেভেলপমেন্ট প্রোগ্রামের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচকের চলতি বছরের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গ্রাম্য এবং শহুরে এলাকায় সমানতালে দারিদ্র্য দূর হচ্ছে।

প্রতিবেদনে ১০১টি দেশের বহুমাত্রিক দারিদ্র্যের চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে ৩১টি দেশকে বলা হয়েছে নিম্ন আয়ের, ৬৮টি মধ্যম এবং দুটি উচ্চ আয়ের।

তালিকায় দেখা গেছে, কম্বোডিয়া এবং ভারতের পাশাপাশি বাংলাদেশে দ্রুততম সময়ে দারিদ্র্য দূর হচ্ছে।