1

তূর্ণা এক্সপ্রেসের চালকসহ ৩ জনকে বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনার কারণ তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়া বলে জানা যায়। তাই এ ট্রেনের দায়িত্বরত তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এ কারণে তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।নিশীথা

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান।

তিনি বলেন, তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন দুই ট্রেনের শতাধিক যাত্রী।