1

তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়: মমতা

ভারতের আসামে বিজেপির জন্য ব্যুমেরাং হয়েছে প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি)। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। অথচ এনআরসির জোরালো দাবি করেছিল গেরুয়া শিবিরই। এমন পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করেছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে। খবর জি নিউজের।

মমতা আরও লিখেছেন, বাংলাভাষী ভাই-বোনদের জন্য খারাপ লাগছে। যাঁতাকলে পড়ে ভুগতে হয়েছে তাদের।

আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা নিয়ে ইতোমধ্যেই উঠেছে প্রশ্ন। খসড়ায় বাদ পড়েছিলেন ৪০ লাখেরও বেশি মানুষ। কিন্তু চূড়ান্ত তালিকায় তা কমে হয়েছে ১৯ লাখ।

এনআরসি তালিকা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস-বিজেপি দুপক্ষই। তারা মনে করছে, বৈধ নাগরিকরাই বাদ পড়েছেন। আর ঢুকে পড়েছেন বিদেশিরা।