1

ঢাকা-খুলনা রুটে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঈশ্বরদী-খুলনা রেলরুটের ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

রবিবার রাত আড়াইটার দিকে লাইনচ্যুত বগি ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করে। রাত ৩টার দিকে এ রেলপথে চলাচল শুরু হয়।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ৭১৫ নং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-খুলনা রেলরুটের ঝিনাইদহ রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে খুলনা রাজশাহী ঢাকা সৈয়দপুরগামী সব ধরনের ট্রেন এবং খুলনা-ঢাকা ও রাজশাহীগামীসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।