1

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্রীর মৃত্যু

ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের হাসপাতালে আসার পথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অপি রানী রায় (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নেওয়া হয় অপিকে। পথেমধ্যে সে অচেতন হয়ে পড়লে দ্রুত দিনাজপুর শহরের জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অপি রানী রায় ঠাকুরগাঁও জেলার রানীশংকেল উপজেলার লেহেম্বা গ্রামের অনুকুল চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। সে এবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ’ প্লাস পেয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার জন্য ঢাকা ফার্মগেটে কোচিং করছিল অপি।

গত ৪ আগস্ট ঢাকা থেকে জ্বর নিয়ে ঠাকুরগাঁওয়ে আসে অপি রানী। পরে ৫ আগস্ট তার রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালে ভর্তি করা হয়।