1

ট্রাম্পের বিরুদ্ধে চুমু খাওয়ার সেই মামলা তুলে নিলেন প্রচারকর্মী

নির্বাচনী প্রচারণার এক কর্মীকে চুমু খেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই নারী একটি মামলা করলেও সেটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

এনডিটিভি জানায়, ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় ফ্লোরিডায় ছোট একটি ভিড়ের মধ্যে আলভা জনসন নামে ওই নারীকে চুমু খান ট্রাম্প।

প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণা কর্মী হিসেবেই ওই নারী কাজ করছিলেন। পরবর্তীতে তিনি অভিযোগ তোলেন, তার অনিচ্ছায় ট্রাম্প এমন কাজ করেন।

আলভার অভিযোগ, সমাবেশের বাইরে ট্রাম্প তাকে চুমু খাওয়ার জন্য তার হাত আঁকড়ে ধরেন। একপর্যায়ে তিনি মাথা সরিয়ে নিলে ট্রাম্পের চুমুটি তার গালের পাশে এসে পড়ে। পরবর্তীতে দুঃসহ যন্ত্রণা ও অপমান নিয়ে নির্বাচনী প্রচারণার কাজ চালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।

চলতি বছরের জুন মাসে একজন ফেডারেল বিচারক আলভা জনসনের মামলাটির শুনানিতে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ এনেছেন ওই নারী। মামলাটি ওই বিচারক বাতিল করে দেন। তবে তিনি বলেন, আলভা চাইলেই তার অভিযোগ পুনরায় শুনানির জন্য আবেদন করতে পারেন।

ভুক্তভোগী এই নারীর অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে আনা নারী হয়রানির অন্যান্য অভিযোগের মতোই ছিল প্রাসঙ্গিক তার এই ঘটনা।

তবে বৃহস্পতিবার আলভা জানান, তিনি ওই মামলা আর চালাতে চান না এবং সেটি তিনি তুলে নিয়েছেন।

তার ভাষ্য, প্রেসিডেন্টের প্রভাব প্রতিপত্তি এবং দেশের বিচার ব্যবস্থাও তার থেকে জবাবদিহি আদায় করতে সামর্থ্য রাখে না।