1

টিসিবির অল্প পেঁয়াজ অল্প সময়েই শেষ

বাজারে পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খালা ট্রাকে বিক্রি পেঁয়াজেই ভরসা অনেকের। তবে টিসিবির অল্প পেঁয়াজ অল্প সময়েই শেষ হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে এক শ বিশ থেকে ত্রিশ টাকা ধরে। এ দাম নিম্ন ও মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে হওয়ায় টিসিবির ন্যায্য মূল্যের পেঁয়াজ কিনতে আগ্রহী হচ্ছেন তারা।

তাই সরকার নির্ধারিত ৪৫ টাকা মূল্যের পেঁয়াজ কিনতে পণ্যবাহী ট্রাক ঘিরে দেখা যায় নারী-পুরুষের দীর্ঘ লাইন।

সোমবার দুপুরে রাজধানীর আজিমপুর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে টিসিবির পণ্যবাহী গাড়ির সামনে দীর্ঘ প্রতীক্ষায় দেখা যায় কয়েক শ নারী-পুরুষকে।

যদিও খুব কম সময়ে পেঁয়াজ শেষ হয়ে যাওয়ায় অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে।

আব্দুল হক নামে এক ক্রেতা বলেন, মাত্র দুই কেজি পেঁয়াজ দিলেও আমরা খুশি। তবে যদি আরো বাড়িয়ে দেওয়া যেত তাহলে আরো ভালো হতো।

রফিকুল ইসলাম পেঁয়াজ না পেয়ে বলেন, টিসিবি পেঁয়াজ অল্প আনায় অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। তাই ফিরে যাচ্ছি।

রাজধানীর নিউমার্কেট কাঁচা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা দরে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায়।