1

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকা দু’রকম চ্যালেঞ্জ নিয়ে খেলতে নেমেছে। বাংলাদেশ দলের চ্যালেঞ্জ সিরিজে ফেরা। শ্রীলংকার বিপক্ষে কখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে হবে তামিমদের। আর শ্রীলংকা ৪৪ মাস ঘরের মাঠে সিরিজ জিততে পারেনি। এবার তাদের সামনে বিশ্বকাপের পর ঘরের মাঠে সিরিজ জয় নিয়ে নতুন শুরুর অপেক্ষা।

টসটা বাংলাদেশের পক্ষে এসেছে। শুরুতে ব্যাটিং করবেন তামিম-সৌম্যরা। একাদশে এক পরিবর্তন এসেছে। রুবেল হোসেনকে বসিয়ে এক স্পিনার বেশি নিয়ে খেলবে বাংলাদেশ দল। দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশ দল বিশ্বকাপে সর্বশেষ দুই ম্যাচে হেরেছে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টানা তিন হার টাইগারদের। ২০০৭ সালের পর বাংলাদেশ টানা চার ওয়ানডে হারেনি। ১২ বছর পরে তামিমদের সামনে আবার চার হারের চোখ রাঙানি। শ্রীলংকার আবার সর্বশেষ ২৩ ম্যাচের মধ্যে টানা দুই জয়ের রেডর্ক নেই। দুই দলের তাই ছোট ছোট জুজু মেলানোর ম্যাচ কলম্বোয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

প্রথম ম্যাচে বাংলাদেশ দল শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হেরেছে। বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং, কোন বিভাগেই ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে তামিম ইকবাল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। শ্রীলংকার হয়ে ১৫ বছর দুর্দান্ত ক্রিকেট খেলা মালিঙ্গা অবসর নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে খেলা ১৫ ম্যাচেই মালিঙ্গা ব্যাটসম্যানদের ত্রাস হয়েছেন।

প্রেমাদাসা সবসময়ই ব্যাটিং সহায়ক। প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু মালিঙ্গার বিদায়ী ম্যাচে বৃষ্টি বাগড়া দেয়নি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে বৃষ্টির শঙ্কা নেই। আকাশ পরিষ্কার। টস জয়ী দলকে তাই ব্যাটিং নিতে দু’বার ভাবতে হয়নি তামিমের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, শাফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।