1

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে আজকে ভারতের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের আশা টিকে থাকবে বাংলাদেশের। এক কথায় বিশ্বকাপে অলিখিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ। এজবাস্টনে তেমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচটি দেখাচ্ছে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।
আগেই জানা গিয়েছিল পায়ে সমস্যা থাকার কারণে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে সংশয়ের কথা। ফিটনেস টেস্ট পাস করতে পারেননি বলে দলে নেই তিনি। তার বদলে এসেছেন সাব্বির রহমান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, ফিরেছেন রুবেল হোসেন। ভারতীয় দলেও দুই পরিবর্তন। কুলদীপ যাবদের বদলে চোট কাটিয়ে এসেছেন ভুবনেশ্বর কুমার। আবার কেদার যাদবের বদলে এসেছেন দিনেশ কার্তিক।
এই লড়াইয়ে জিতলে শেষ চারের আশা টিকে থাকবে বাংলাদেশের, হারলেই নিশ্চিত বিদায়। তখন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতায় রূপ নেবে। ভারত ম্যাচের আগে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।