1

ঝালকাঠি বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন খন্দকার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে তারই ছেলে আলতাফ। এ ঘটনার তিনদিন পর বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বারেক মারা যান। এ ঘটনায় বারেকের অপর ছেলে মঞ্জু খন্দকার বাদী কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের বিচারক ১২ জন সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে আলতাফকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি আলতাফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জর হোসেন।